Skip to content
109,M R Centre, 3rd Floor, Batali Road, Enayet Bajar, Kotowali, Chittagong, Bangladesh
+880 1839661640

Musaidah Foundation

  • Home
  • About Us
  • Project
  • Our Works
  • Facebook
  • Blog
  • Team
Donate Charitable
Request

About Us

  1. Home
  2. Page
  3. About Us

About Us

মুসাইদাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি সমাজের উন্নয়নের জন্যই কাজ করে। প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়মূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের লক্ষ্যে জনগনের সুযোগ সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠির ধর্ম পালন, আর্থ- সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, যুব উন্নয়ন ও মৌলিক চাহিদার মান উন্নয়নের মতো বহুমুখী কর্মসূচী গ্রহন করে। সমাজের বিভিন্ন স্তরের লোকদের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা ও সম্প্রীতি স্থাপনে আমাদের এই প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

  • পরস্পর অভিন্ন বিষয়ে একে অপরকে সহযোগিতা ।
  • ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, প্রশিক্ষণ, সচেতনতা, আর্থ-সামাজিক সমৃদ্ধি, সুরক্ষা ও টেকসই উন্নয়ন।
  • সেবা, সম্মাননা, বৃত্তিপ্রদান সহ সমাজের সর্ব প্রকার কল্যান ।
  • সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, সুদৃঢ় ঐক্য স্থাপনের মাধ্যমে সবার সাথে সম্প্রীতি I
  • যুব উন্নয়ন মূলক ও বেকারত্ব দূরিকরনে কাজ করা ৷
  • সকলকে আপন, কাহাকেও নাহি করো পর, সংগঠন থাকবে সবার উপর।
  • ফাউন্ডেশনের সদস্যদের একে অন্যের সহযোগিতা করার মানসিকতা গড়ে তোলা ।
  • সামাজিক কল্যাণ সাধন বা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে জনসচেতনতা বৃদ্ধি করা।
  • সমাজের সমস্যাবলী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা ও তার সমাধান করার জন্য সংগঠনের সদস্যদের উদ্বুদ্ধ করা ।
  • শিক্ষার উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে সহায়তা করা ।
  • দরিদ্র দুস্থঃ অনাথ অসহায়দের পাশে দাঁড়ানো ।
  • গৌরবোজ্জল ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং এরই সাথে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সু-নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সচেতনতা সৃষ্টি করা।
  • সদস্যদের জন্য পুনর্মিলনী, সমাবেশ, সেমিনার, কর্মশালা, প্রদর্শনী, ক্রীড়া, সংস্কৃতি এবং অন্যান্য সামাজিক কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজন করা
  • পশ্চাদপদ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখা ।

Address

109,M R Centre, 3rd Floor, Batali Road, Enayet Bajar, Kotowali, Chittagong, Bangladesh

+880 1839661640

musaidahcharity@gmail.com

Project

Quick Links

DonationCharitable RequestAbout UsContact UsPrivacy Policy
© Musaidah Foundation, All Right Reserved.
Developed By Mohammed Mohasin
Translate »