109,M R Centre, 3rd Floor, Batali Road, Enayet Bajar, Kotowali, Chittagong, Bangladesh

আল-মুসাইদাহ ফাউন্ডেশন

23 hours 44 minutes ago

আলহামদুলিল্লাহ!
এই কর্মসূচির মাধ্যমে বহু মা-বাবা, বৃদ্ধ-প্রবীণ মানুষ তাঁদের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন—ফিরে পেয়েছেন আলো দেখার আনন্দ, প্রিয়জনের মুখ দেখার সৌভাগ্য।
একজন মা আবার সন্তানের মুখ দেখতে পারবেন, একজন বাবা আবার কোরআনের আয়াত স্পষ্ট করে পড়তে পারবেন—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আল্লাহ তা'আলার অসীম রহমতে এই মহান উদ্যোগ সফল হয়েছে।

হাসান ভাই and আল-মুসাইদাহ ফাউন্ডেশন

1 day 57 minutes ago

আল-মুসাইদাহ ফাউন্ডেশন এর ২০২৫ সালের ষষ্ঠতম ফ্রি চক্ষু ছানি অপারেশন কার্যক্রম।

আল-মুসাইদাহ ফাউন্ডেশন

1 day 23 hours ago

আলহামদুলিল্লাহ,
০৮/১০/২০২৫ সালের ৬ষ্ট তম ক্যাম্পিংয়ের ধারাবাহিক কার্যক্রমের আজকের যাত্রা সফল ভাবে সম্পন্ন হয়েছে। মহান রাব্বুল আলামিনের কৃপায় সকলের অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। লায়ন আই হসপিটাল এর উদ্যোগে জ্যাকো ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ছানি অপারেশনের আজ এই ধাপে অপারেশন সম্পন্ন হয়েছে ৬০ জনের।

দোয়াতে রাখবেন যেনো আমাদের সব থেকে বড় প্রজেক্ট চলমান রাখতে পারি।

আল-মুসাইদাহ ফাউন্ডেশন

2 days 21 hours ago

২য় দিনের মতো ০৭/১০/ ২০২৫ সালের ৬ষ্ঠ ধাপে ফ্রি চক্ষু ছানি অপারেশন কার্যক্রম চলমান।

আল-মুসাইদাহ ফাউন্ডেশন

3 days 1 hour ago

২য় দিনের মতো ০৭/১০/ ২০২৫ সালের ৬ষ্ঠ ধাপে ফ্রি চক্ষু ছানি অপারেশন কার্যক্রম চলমান লায়ন আই হসপিটাল এর উদ্যোগে জ্যাকো ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ছানি অপারেশনের কার্যক্রম চলমান।
আজ এই ধাপে ৬০ জনের অপারেশন করা হবে। ইনশাআল্লাহ 🤲

আল-মুসাইদাহ ফাউন্ডেশন

3 days 22 hours ago

আলহামদুলিল্লাহ ০৬/১০/ ২০২৫ সালের ৬ষ্ঠ ধাপে ফ্রি চক্ষু ছানি অপারেশনের কার্যক্রম চলমান লায়ন আই হসপিটাল এর উদ্যোগে জ্যাকো ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় আল মুসাইদাহ ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ছানি অপারেশনের কার্যক্রম চলমান।
আজ এই ধাপে ৬০ জনের অপারেশন করা হবে। ইনশাআল্লাহ🤲

আল-মুসাইদাহ ফাউন্ডেশন is at বগুড়া.

4 days 23 hours ago

কাজ চলমান

আল-মুসাইদাহ ফাউন্ডেশন is in Chittagong Division.

5 days 22 hours ago

প্রতিবন্ধী দুই শিশুর জীবনে আলো ছড়িয়ে দিতে নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের দুই উপদেষ্টা এগিয়ে এসেছেন মানবতার অনন্য উদাহরণ স্থাপন করে। তাঁদের আর্থিক সহায়তায় দুইটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে ওই দুই শিশুর হাতে।

একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আরেকজন প্রবাসী ভাই—এই দুই উদার হৃদয়ের মানুষ নিঃস্বার্থভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যাতে শিশুদ্বয় কিছুটা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং নিজের জীবনের পথে নতুন আশার আলো খুঁজে পায়।

এই মহৎ উদ্যোগের মাধ্যমে তাঁরা প্রমাণ করেছেন, মানবতা এখনো বেঁচে আছে—যে কেউ ইচ্ছা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমরা তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।

Translate »